৮ম শ্রেণি পাস করে ডাক্তার, চেম্বার খুলে দেখছেন রোগী! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ | আপডেট: ১২:৪৩:অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ যৌ’ন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা এছাড়া এক ভুয়া ডাক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বাজার ও জালালপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-আলম এই জরিমানা করেন।মোহাম্মদ নূর-আলম জানান, বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল নিষিদ্ধ যৌ’ন উত্তেজক সিরাপ, এনার্জি ড্রিংকসে বাজার সয়লাব হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় সোমবার হিলি বাজারে ও জালালপুরে অভিযান পরিচালনা করে বেশ কিছু নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। এ সময় আট ব্যবসায়ীকে অবৈধ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া হিলি বাজারের মন্ডল ফার্মেসীতে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন কিন্তু সে ডাক্তার নয়, অষ্টম শ্রেণি পাস। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তার চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন বাগেরহাটে একটা নতুন স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু চুয়াডাঙ্গায় পুলিশের কঠোর বিধি- নিষেধের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রথম দিনের লকডাউন