কম দামে ফাস্ট চার্জিং ফোন আনছে রিয়েলমি টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১ | আপডেট: ৯:২৫:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১ কম দামে ফাস্ট চার্জিং টেকনোলজির ফোন আনছে রিয়েলমি। সি২১ মডেলে ফোনটি বাজারে আসবে। এই ফোনে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টর দেয়া হচ্ছে।ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যানড্রয়েড ১০। এতে ২.৪ গিগাহার্জের সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই কানেকটিভিটি থাকছে।সম্প্রতি বিআইএস সার্টিফিকেশন সাইটে রিয়েলমি সি ২১ দেখা গেছে। লিস্টিং সাইটে ফোনটির মডেল নম্বর আরএমএক্স ৩২০১।বিগত কিছু দিনে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের যে সব ফিচার্স ফাঁস হয়েছে, তা থেকে আরও জানা গেছে, রিয়েলমি সি সিরিজের সবথেকে সস্তার ফোন এটিই হতে চলেছে, যার মধ্যে এন্ট্রি লেভেল এবং বাজেট সেগমেন্টের প্রায় সব ফিচার্সই থাকবে। চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে রিয়েলমি এই ফোনটি লঞ্চ করতে পারে।-টেকজুম। আরও পড়ুন শ্রেষ্ঠ ফেসবুক কন্টেন্ট নির্মাতার পুরস্কার পেলেন আয়মান সাদিক সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে : আইসিটি প্রতিমন্ত্রী