এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৫:২২:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে সদ্য বিয়েটা সেরে ফেলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ৷ এবার খুব তাড়াতাড়ি বাংলার আরও এক অভিনেতা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ৷হ্যাঁ, অনুমানটা ঠিকই করেছেন- অঙ্কুশ হাজরা ৷ বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চলেছেন অঙ্কুশ ৷ এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায় ৷তবে সেই গুঞ্জন নিজেই ছড়িয়েছেন অভিনেতা ৷ ট্যুইটারে অনির্বাণ-মধুরিমাকে অভিনন্দন জানানোর পাশাপাশি অভিনেতা অঙ্কুশ লিখেছেন, ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।”Congrats bondhuu.. tomake dekhe ami thik korlam amio sere feli. 😉 .. shighroi jog dichi tomar dol e.. tomar real life Maloti ke nie sarajibon shukhe theko.. @AnirbanSpeaketh 🤗🤗 pic.twitter.com/A6GsfFoI0R— ANKUSH #Magic (@AnkushLoveUAll) November 29, 2020অঙ্কুশ হাজরা দীর্ঘ ৯ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। তাদের বিয়ে নিয়ে অনেকবারই নানা গুঞ্জন চাউর হয়েছে। এবার নিজেই বিয়ের বিষয় সামনে নিয়ে এলেন অঙ্কুশ।তবে কবে নাগাদ বিয়ে করছেন সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি অঙ্কুশ। কিন্তু শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে বিয়ের পর্ব শেষ করবেন তিনি। দুই পরিবার আলোচনা করে দিন-ক্ষণ চূড়ান্ত করবেন।অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো- ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। আরও পড়ুন ক্রাশে’র কথা জানালেন টলিউড কুইন শ্রাবন্তী ‘তুইও বিক্রি হয়ে গেলি?খেলতে নামলি?’ : সায়নীকে শ্রীলেখা