কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৯৭.৪৯

শাহাজাদা এমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১ লক্ষ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১ লক্ষ ১১ হাজার ৬৮০ জন। পাশের হার ৯৭.৪৯ ভাগ। আর জিপিএ ৫ অর্জন করেছে ১৪ হাজার ১৫৩ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান আজ রোববার বেলা ১২টায় একথা নিশ্চিত করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায় , ২০২১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলার ৪৬৬টি কলেজ থেকে মোট ১ লক্ষ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ছাত্র পরীক্ষা দিয়েছে ৫১হাজার ৬১৫ জন আর ছাত্রী পরীক্ষা দিয়েছে ৬২ হাজার ৯৪৪ জন। মোট পাশ করেছে ১ লক্ষ ১১ হাজার ৬৮০ জন।ছাত্র পাশ করেছে ৫০ হাজার ০৬ জন আর ছাত্রী পাশ করেছে ৬১ হাজার ৬১৫ জন। ছাত্র পাশের হাার ৯৭ ভাগ আর ছাত্রী পাশের হার ৯৭.৮৯ ভাগ। সর্বমোট পাশের হার ৯৭.৪৯ ভাগ।
বোর্ড সূত্র আরো জানায় , এবার কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে বিভাগওয়ারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট পরীক্ষা দিয়েছে ২৪ হাজার ৯৭৪ জন । পাশ করেছে ২৪ হাজার ২৫৩ জন, পাশের হার ৯৭.১১ ভাগ। মানবিক বিভাগ থেকে মোট পরীক্ষা দিয়েছে ৫৪ হাজার ৪১৮ জন। পাশ করেছে ৫৩ হাজার৩৬২ জন, পাশের হার ৯৮.০৬ ভাগ। বানিজ্য বিভাগ থেকে মোট পরীক্ষা দিয়েছে ৩৫ হাজার ১৬৭ জন পাশ করেছে ৩৪ হাজার ০৬৫ জন, পাশের হার ৯৬.৮৭ ভাগ।