গোপালগঞ্জ সড়ক বিভাগের নব-নিযুক্ত নির্বাহী প্রকৌশলীর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নব-নিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম। সোমবার বিকেলে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নির্বাহী প্রকৌশলী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনক, বঙ্গমাতাসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত জাতির জনকের পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।
এরপর নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, মোঃ আনোয়ার, মোঃ কামরুজ্জামান, মোঃ রাছেল সিকদার, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ বিল্লাল বিশ্বাস, মশিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে এদিন দুপুরে নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম তার কর্মস্থল সাতক্ষীরা থেকে বদলী জনিত কারণে এসে গোপালগঞ্জ সড়ক সার্কেল অফিসে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ সড়ক বিভাগের দ্বায়িত্বভার গ্রহণ করে গোপালগঞ্জ সড়ক বিভাগের উন্নয়ন মূলক কাজের ধারা অব্যাহত রাখবেন বলে জানা গেছে।