কলকাতায় ইলিয়াস কাঞ্চনকে আজীবন সম্মাননা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও সমাজসেবক ইলিয়াস কাঞ্চন। ১৯৭৭ সালে সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ সিনমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। ডুমুরের ফুল, সুন্দরী, নালিশ, ত্যাগ, শেষ উত্তর, অভিযানসহ অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।
তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ এখনও বাংলাদেশ চলচ্চিত্র জগতের সবচেয়ে ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা।
সম্প্রতি নায়করাজ ‘রাজ্জাক’ নামাঙ্কিত আজীবন সম্মাননা পদক পেলেন এ গুণী অভিনেতা। নিজের ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশর বেশি সিনেমায় অভিনয় এবং সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলনের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ইলিয়াস কাঞ্চনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতারকা হোটেলে ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সে (বিএফটিসি) এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইলিয়াস কাঞ্চনের হাতে সম্মাননা তুলে দেন সুরকার দেবজ্যোতি মিশ্র।
দীর্ঘ কর্মজীবনে অনবদ্য অভিনয়ের জন্য ইলিয়াস কাঞ্চন পেয়েছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। এ ছড়াও ২০১৮ সালে সমাজসেবার জন্য তিনি একুশে পদকে ভূষিত হন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।