সুরমা নদীতে পাথর বোঝাই নৌকা ডুবি, ১০ ঘন্টা পর নিখোঁজের লাশ উদ্ধার

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে পাথর বোঝাই ভলগেট ট্রলার নৌকা ডুবিতে নিখোঁজ এক ব্যক্তির লাশ ১০ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে।
নিহতের নাম শওকত মিয়া (৪৫)। তিনি তাহেরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর দক্ষিণকুল গ্রামের শামসুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রামের পাশে " মায়ের দোয়া" নামের একটি স্টিল বডি পাথর বোঝাই নৌকা সুরমা নদীতে ডুবে যায়।
স্থানীয়রা জানান, লালপুর বাজার সংলগ্ন পাথর ভাঙ্গানো একটি ক্রাসার মিল থেকে সিঙ্গেল পাথর বোঝাই করে অন্য জায়গায় নেওয়ার জন্য প্রস্তুত ছিল মায়ের দোয়া পাথর বোঝাই নৌকাটি। ঘটনার সময় ভোরে লালপুর থেকে ভলগেট নৌকাটি ছেড়ে যাবার উদ্দেশ্যে নদীর পাড় থেকে ভাসিয়ে ছিল। এ সময় ছুকানি (মাঝি) ভলগেট নৌকার উপরে উঠে ও ইঞ্জিন চালক নৌকার ভিতরে চলে যান। ইঞ্জিন চালাতে চালাতে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার উপরে থাকা ছুকানি মোকাররম (মাঝি) চিৎকার দিয়ে নদীতে লাফ দিয়ে পড়ে সাঁতার কেটে তীরে উঠলেও নৌকার ভিতর থাকা ইঞ্জিন চালক শওকত মিয়া (৪৫) ভলগেটের সাথেই ডুবে যায়।
এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে প্রায় ১০ ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ থানার এসআই মাসুদ পারভেজ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এটি একটি দুর্ঘটনা জনিত মৃত্যু। নিহতের পরিবার ও স্বজনদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তাই অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি ও নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।