The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

‘চাকদহ এক্সপ্রেস’ ছবির জন্য প্রস্তুত আনুষ্কা শর্মা

‘চাকদহ এক্সপ্রেস’ ছবির জন্য প্রস্তুত আনুষ্কা শর্মা
ছবিঃ সংগৃহীত

জিমে গিয়ে কঠোর পরিশ্রম করছেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। দরদর করে ঘান ঝরাচ্ছেন তিনি।

শনিবার (০৬ আগস্ট) জিম সেশনের ঝলক নেটমাধ্যমে শেয়ার করেন। অভিনেত্রীর শেয়ার করা সেলফিতে সবথেকে বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন।

সম্প্রতি একটি সিনেমা ‘চাকদহ এক্সপ্রেস’ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত আনুষ্কা। ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীর বায়োপিক হতে চলেছে এই ছবি। এই দিয়েই দীর্ঘ দিন বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী আনুষ্কা। বায়োপিকে ঝুলনের চরিত্রে অভিনয় করবেন তিনি। ঝুলন গোস্বামীর বায়োপিকই হবে মাতৃত্বকালীন ছুটির পর অভিনেত্রীর প্রথম ছবি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে আনুষ্কা লেখেন, ‘পরিশ্রম করে দেখনদারি না করলে কী বা পরিশ্রম করলাম।’

জিমে ওয়ার্কআউট করার পর মিরর সেলফি শেয়ার করেন। রবিবার ভোরে সুর্যোদয়ের আগের দুটি ছবি শেয়ার করেন অনুষ্কা। শ্যুটিংয়ের আগের মুহূর্তে এই ছবিগুলি শেয়ার করেছেন তিনি।