চীনকে হারিয়ে এশিয়ান ভলিবলে পঞ্চম বাংলাদেশ

বাহরাইনে চলমান ২১তম এশিয়ান অনূর্ধ্ব-২০ পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২২ –এর কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরুতে পারেনি বাংলাদেশ। গতকাল দক্ষিণ কোরিয়ার কাছে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৩-০ সেটে হেরে যায় বাংলাদেশ। আজ রোববার স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী চীনকে ৩০-৩২, ১৯-২৫, ২৫-২৩, ২৫-২২ ও ১৩-১৫ পয়েন্টে ৩-২ সেটে হারিয়ে পঞ্চম হয়েছে।
এর আগে শুক্রবার (২৬ আগস্ট) ক্লাসিফিকেশন রাউন্ডের (১-১২) ম্যাচে শক্তিশালী কাতারকে ৩-২ সেটে হারিয় শেষ আট নিশ্চিত করেছিল বাংলাদেশ।
তার আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইরাককে ৩-১ সেটে ও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ সেটে হেরে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাসিফিকেশন রাউন্ড তথা ফাইনাল রাউন্ডে যায় বাংলাদেশ।
এবারের এই টুর্নামেন্টে ১৭টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে প্রিলিমিনারি রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে।
র্যাঙ্কিং টুর্নামেন্ট হওয়ায় এই টুর্নামেন্টে ভালো করায় র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের। ২২২ দেশের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ৮৫তম অবস্থানে উঠেছিল। বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিং ১০৫।
এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশের ১৬ সদস্যের দল বাহরাইন গিয়েছে। তার মধ্যে ১১ খেলোয়াড়। বাংলাদেশ দলের কোচের দায়িত্বে আছেন ইরানী কোচ আলীপোর আরোজির। তার সহকারী হিসেবে আছেন ৩ জন। একজন আছেন ম্যানেজার এবং একজন রেফারি হিসেবে।
ছয় গ্রুপে যারা ছিল-
‘এ’ গ্রুপ: বাহরাইন, হংকং ও সৌদি আরব।
‘বি’ গ্রুপ: ইরান, জাপান ও ভারত।
‘সি’ গ্রুপ: কোরিয়া, কাতার ও কুয়েত।
‘ডি’ গ্রুপ: থাইল্যান্ড ও আরব আমিরাত।
‘ই’ গ্রুপ: ইরাক, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।
‘এফ’ গ্রুপ: চীন, চাইনিজ তাইপে ও পাকিস্তান।