অবসরের ঘোষণা দিলেন রজার ফেদারার

সর্বশেষ
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা। লক্ষ্য ছিল— তৃতীয় ও শেষ ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। যেই ভাবনা সেই কাজ। নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাত্তাই দিলে না মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা।
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।
শুক্রবার রাতে আর্জেন্টিনার এস্তাদিও সান কুয়ান দেল বিচেনতেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। আলবিসেলেস্তেদের হয়ে হয়ে গোল করেন ইগনাসিও মায়েস্ত্রো, জিনো ইনফ্যান্টিনো, লুকা রোমেরো, ব্রায়ান আগুয়েরে ও আলেজো ভেলিজ।
ম্যাচের ১৪ মিনিটে স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫তম মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এক হালি পূর্ণ করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬ মিনিটে পঞ্চম গোলটি আসে আলেজো ভেলিজর পা থেকে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে গুয়েতামালার বিপক্ষে তাদের জয় ৩-০ গোলে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।
আইপিএলে শুভমান গিলের সেঞ্চুরির পর মোহিত শর্মার দুর্দান্ত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে ৬২ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিলের মারকাটারি ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৩ রানের বড় পুঁজি পায় গুজরাট। জবাবে ১৮ দশমিক ২ ওভারে ১৭১ রানে থামে রোহিত শর্মার দল।
৬০ বলে ৭ চার ও ১০ ছয়ে ১২৯ রান করেন গিল। আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া সুদর্শন ৪৩ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৮ রান।
২৩৪ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে মুম্বাই। মোহিত শর্মার বোলিং তোপে ১৮ দশমিক ২ ওভারে ১৭১ রানে থামে রোহিতদের ইনিংস।
২ ওভার ২ বলে মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন মোহিত।
গ্রিন, সূর্যকুমা ও তিলক ছাড়া কেউই টিকতে পারেনি গুজরাট বোলারদের সামনে। গ্রিন ৩০, সূর্যকুমার ৪৩, তিলক ৪৩ রান করেন। এছাড়া রোহিত ৮, ওয়াধেরা ৪, বিনোদ ৫, ডেভিড ২, জর্ডান ২, কার্তিকেয়া ৬ ও বেহরেনডর্ফ ৩ রান যোগ করেন দলীয় সংগ্রহে
৬২ রানের বড় জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আইপিএলের নবীনতম দল গুজরাট। আগামী রোববার শিরোপা লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার দল।
এবারের আইপিএলে ডাক পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তার মধ্যে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস খেললেও কোনো ম্যাচ না খেলে যৌথ সম্মতিতে নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। যদিও পারফরম্যান্সে হতাশ করেছেন এই দুই তারকা।
দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ২ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ, উইকেট নিয়েছেন একটি। আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ১ ম্যাচে সুযোগ পেয়েছেন লিটন। ৪ রানেই শেষ হয় উইকেটকিপার এই ব্যাটসম্যানের যাত্রা।
আগামী ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাচ্ছে আইপিএলের চলতি আসরের ফাইনাল। সেই ম্যাচে কোনো বাংলাদেশি ক্রিকেটার না থাকলেও যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহর আমন্ত্রণেই ভারত যাচ্ছেন পাপন।
মূলত, পাপন যাচ্ছেন আসন্ন এশিয়া কাপে ভেন্যু নির্ধারণ সংক্রান্ত আলোচনায়। জয় শাহ সেই বৈঠকে আরও আমন্ত্রণ জানিয়েছেন, শ্রীলংকা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিকেও।
পিটিআইকে জয় শাহ বলেছেন, ‘এশিয়া কাপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত। আইপিএলের ফাইনাল দেখতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), বাংলাদেশ (বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরা আসছেন। সেখানে আমরা একটি আলোচনা করব এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
পাকিস্তানের লাহোরের রাস্তায় লাল রঙের বিএমডাব্লিউ স্পোর্টসবাইকে গাড়ি নিয়ে ছুটছেন বাবর আজম। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন পাকিস্তান অধিনায়ক নিজেই।
হেলমেট পরেই মোটরসাইকেল চালাচ্ছিলেন বাবর। তবে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখে বাবরের মোটরসাইকেল চালানো মেনে নিতে পারছেন না পাকিস্তান ভক্তরা। নিজেকে বাবর অহেতুক নিরাপত্তাঝুঁকিতে ফেলছেন বলে মনে করেন তারা।
বুধবার শেয়ার করা সেই ভিডিওটি শেয়ার দিয়ে একজন লিখেছেন, ‘আগামী ৫ মাসের মধ্যে আমাদের বিশ্বকাপের খেলা আর বাবর এমন বিপজ্জনক কাজ করছেন। দয়া করে তাকে অধিনায়কত্ব থেকে সরাও, দায়িত্বজ্ঞানহীন।’
খালিদ মিজান নামে একজন লিখেছেন, ‘আপনি খুব মূল্যবান (পাকিস্তান দলে) ভাই, দয়া করে মোটরসাইকেল চালাবেন না।’ ফরিদ খান নামে একজন লিখেছেন, ‘দয়া করে বিশ্বকাপ পর্যন্ত আর মোটরসাইকেল (চালাবেন না) নয়। কোনো ঝুঁকি নয় অধিনায়ক।’
এক ভক্ত তো বাবরকে পারলে মোটরসাইকেল থেকে টেনে নামান। টুইটারে ভিডিওটি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘কেউ দয়া করে ববিকে (বাবর) মোটরসাইকেল থেকে নামান।’ বেহরাম কাজি নামের এক ভক্ত বাবরকে শান্ত থাকতে বলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘গতির এই চাহিদাকে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করানো যায় না?’
গত বছর মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতের উইকেটকিপার ব্যাটসমান রিশাভ পান্ত। এখনো পর্যন্ত সেই ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি তিনি। চলতি আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এ কারণে খেলতে পারছেন না তিনি।