আমরা আপনাকে কোর্টে মিস করবো রজার ফেদেরার : মেসি

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রজার ফেদারার। এ মাসে শুরু হওয়া লেভার কাপ তার সর্বশেষ টুর্নামেন্ট। দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগার পর তা থেকে সেরে উঠেই এই সিদ্ধান্ত জানালেন সুইস এই কিংবদন্তি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।ফেদেরারের অবসরের ঘোষণা স্বভাবতই বিশ্বের কোটি কোটি ভক্তের চোখে জল এনেছে। শুধু তার ভক্তদের জনপ্রিয়ই ছিল না, তার বিদায়ও অনেক বিখ্যাত ক্রীড়াকে স্পর্শ করেছিল। তার এই বিদায়ে তাকে টেনিস কোর্টে মিস করবেন বলে জানিয়েছেন, মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে মেসি লিখেছেন, 'একজন জিনিয়াস, টেনিস ইতিহাসের অনন্য খেলোয়াড় এবং যেকোনো ক্রীড়াবিদের জন্য অনেক বড় উদাহরণ। আপনার জীবনের নতুন পর্যায়ের জন্য শুভকামনা। আমরা আপনাকে কোর্টে মিস করবো রজার ফেদেরার।'