ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী
ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় অভিনেত্রীদের প্রেমের গুঞ্জন নতুন কিছু না। এবার গুঞ্জন উঠেছে, ভারতীয় ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে প্রেমে করছেন মারাঠি অভিনেত্রী সায়লি সঞ্জীব। দীর্ঘদিনের এই গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন সায়লি।
রুতুরাজের সঙ্গে তার প্রেমের সম্পর্কটি সম্পূর্ণই গুজব বলে জানান অভিনেত্রী।
তিনি বলেন, আমাদের মধ্যে এরকম কিছু নেই। আমারা দুজন শুধুমাত্র ভালো বন্ধু। আর এই ধরনের মিথ্যে গুঞ্জনের জন্য আমাদের মধ্যকার বন্ধুত্ব নষ্ট হচ্ছে। এমন সম্পর্ক কখনই ছিল না আমাদের মধ্যে। তারপরও কেন আমাদেরকে দুজনকে জোড়া হলো, সে বিষয়ে কোনো ধারণাই নেই আমার।
তিনি আরও বলেন, এই গুঞ্জনের জন্য আমাদের ব্যক্তিগত জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রথমে আমরা এড়িয়ে গেলেও, পরে আমার পরস্পর আলোচনা করতাম— যখন অন্য কাউকে আমরা বিয়ে করবো, তখন সবাই বুঝতে পারবে যে এটা শুধুই গুঞ্জন ছিল। কিন্তু দেড় বছরে একই গুজবে একেবারেই বিরক্ত হয়ে গেছি আমরা।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘কাহে দিয়া পরদেশ’ শিরোনামে মারাঠি টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সায়লি সঞ্জীব। সিরিয়ালের পাশাপাশি ইতোমধ্যে নাম লিখিয়েছেন মারাঠি সিনেমায়। ‘গোস্টা একা পাইথানিচি’ সিনেমায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সায়লি।