উসাইন বোল্টের ১২৬ কোটি টাকা মুহূর্তেই গায়েব

এক ধাক্কাতেই নিঃস্ব হয়ে গেলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট! অ্যাকাউন্ট থেকে মুহূর্তে হারিয়ে গেল ১২ মিলিয়ন ডলার। যা টাকার হিসাবে প্রায় ১২৬ কোটি। ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রাখা প্রায় সব টাকাই খোয়ালেন উসাইন বোল্ট। এমনটাই জানিয়েছেন তার আইনজীবী লিন্টন গর্ডন।
বোল্টের আইনজীবী বলেন, অবসর নেওয়ার পর দৌড়বিদ তার সব সঞ্চয় এজ্যামাইকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফার্মের অ্যাকাউন্টে রেখেছিলেন। খন সেই পরিমাণ অর্থ অ্যাকাউন্ডে দেখাচ্ছে না, সবটাই হাওয়া হয়ে গিয়েছে। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ার বাজারের একটি সংস্থা।
বোল্টের অ্যাকাউন্ট কিংস্টন, জ্যামাইকা স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে রয়েছে এবং এখন এতে মাত্র ১২,০০০ ডলার অবশিষ্ট রয়েছে।
কিন্তু কিভাবে ডলার গায়েব হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এদিকে এ ঘটনার পর জ্যামাইকার আর্থিক পরিষেবা কমিশন এই বিষয়ে তদন্ত শুরু করেছে। বোল্ট তার সব টাকা ১০ দিনের মধ্যে ফেরত চেয়েছেন। যদি তা না হয় তবে বোল্ট বিনিয়োগ সংস্থার বিরুদ্ধে জালিয়াতির মামলা করবেন বলে জানিয়েছেন। সব মিলে বোল্টের অ্যাকাউন্টে ১২ মিলিয়ন ডলার ছিল। বাংলাদেশি টাকায় যা ১২৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকা।
আটটি অলিম্পিক্স স্বর্ণপদক জয়ী বোল্ট ২০১৮ সালে সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় ৪৫তম স্থানে ছিলেন। সে সময় তিনি প্রতি মাসে ১ মিলিয়ন ডলার আয় করতেন।