করোনার পর ডায়াবেটিস, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে

মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে ভয়াবহ ক্ষতির ছাপ ফেলে গেছে। গত আড়াই বছরে এ ভাইরাসের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বিভিন্ন রোগের আশঙ্কাও বেড়ে গেছে করোনার কারণে। এমন কথাই শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।
ডব্লিউএইচওর সাবেক প্রধান করোনা নিয়ে এখনো যথেষ্ট উদ্বিগ্ন। সেটাই ফুটে উঠল তার কথায়। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, করোনার ফলে ডায়াবেটিস, হার্ট অ্যাটাকের মতো রোগগুলোর আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।
তিনি বলেন, এটা প্রতিষ্ঠিত যে করোনার পরে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। করোনার পরে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি টিকা দেওয়ার পরে (হার্ট অ্যাটাক) হওয়ার চেয়ে ৪ থেকে ৫ শতাংশ বেশি। পরবর্তীতে যেকোনো সময়ে হার্ট অ্যাটাকের জন্যও করোনা সংক্রমণ একটি প্রধান ঝুঁকি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ব্যাপারে সতর্কতা জানিয়েছিল। ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছিল, করোনার কারণে এ রোগগুলোর হার অনেকটাই বেড়ে যেতে পারে। স্নায়ুরোগেরও বড় কারণ হতে পারে করোনা।
সৌম্যা স্বামীনাথনের কথায়ও সেই আশঙ্কা উঠে এলো। বর্তমানে ডব্লিউএইচওর প্রধান না হলেও সেই সুরেই সুর মেলালেন তিনি।