সোনিয়া আক্তার: সরকারি তিতুমীর কলেজে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মে) সকাল ৯টায় জিটিসি স্কিল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি সুবল পাল জয়ের সভাপতিত্বে শহিদ বরকত মিলনায়তন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহিইদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে সরকারি তিতুমীর কলেজের সম্পাদক, শিক্ষা পরিষদের প্রফেসর মালেকা আক্তার বানু উপস্থিত ছিলেন।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাস্টমসের উপকমিশনার সুশান্ত পাল (ইনফ্লুয়েন্সার)। তিনি বক্তব্যে প্রথমে কলেজের অধ্যক্ষকে সম্মান জানান এবং ৫৮ হাজার শিক্ষার্থীদের নিয়ে কলেজ পরিচালনা করার বিষয়ে প্রশংসা করেন।

ক্যারিয়ার আড্ডায় শিক্ষার্থী ও অন্যান্যরা
তিনি বলেন, ‘আমাদের জীবনটা সাপ লুডুর মতো’।
আরো বলেন, আমার জীবনে যা চাই তা কিন্তু পায় না, যা দরকার তাই পায়। সময়ের আগে কোন কিছু পাবে না। তবে তোমরা চেষ্টা করতে পারবে। বিসিএস পরীক্ষা শুরু থেকে ভাইবার শেষ হওয়া পর্যন্ত কি পড়তে হবে, কী কী পড়তে হবে না, সেগুলো আগে তা ঠিক করতে হবে। এসকল বিষয়ে আলোচনা করেন। তার জীবনের পড়াশোনা ও বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার বিষয় তুলে ধরেন। এবং কিভাবে শুন্য থেকে বিসিএসের জন্য পড়াশোনা করতে হবে? কী কী পড়তে হবে? এবং কিভাবে তা পড়তে হবে? এসব বিষয়ে আলোচনা করেন।
তিনি জানান, ‘প্রথমবারের মতো এসেছি তিতুমীর কলেজে। এটি আমার ৮৩তম ক্যারিয়ার আড্ডা।’ স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যেগে ক্যারিয়ার আড্ডার আয়োজন করার জন্য ক্লাবের সভাপতি ও সবাইকে ধন্যবাদ জানান।
সর্বশেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আলোচনা শেষে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।
এসময় বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ন সম্পাদক ও উপ-পরিচালক অরুপ দাশ উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি সরকারি তিতুমীর কলেজের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয় ও সাধারণ সম্পাদক মো. জুয়েল মোড়ল উপস্থিত ছিলেন।
এই ক্যারিয়ার আড্ডা উন্মুক্ত সেমিনারটি দুপুর ১টায় শেষ হয়।