ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল বিজিবি'র খেলোয়াড়দেরকে সংবর্ধনা দিলেন বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিএএম, এনডিসি পিএসসি (Major General A K M Nazmul Hasan, BAM, ndc psc) ‘ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৩’ এর চ্যাম্পিয়ন দল বিজিবি’র অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেন, তাদেরকে পুরস্কৃত করেন এবং তাদের সাথে ফটোসেশনে অংশ নেন।
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত ‘ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৩’ এর ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫-২৯ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবি’র গোলরক্ষক নায়েক তারিকুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশে হ্যান্ডবলের জন্মলগ্ন থেকে বিজিবি জাতীয় পর্যায়ে নিয়মিতভাবে চ্যাম্পিয়ন হয়ে আসছে।
বিজিবি ১৯৮৩ থেকে এ পর্যন্ত ৩৩টি জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩০ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বর্তমানে বিজিবি’র ০৯ জন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে রয়েছে।