ঈশ্বরদীতে ক্ষতিপূরণ চেক পেল আরও ২৮ কৃষক
গোপাল অধিকারী, ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি: রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে চাষ আবাদকারী কৃষকদের ফসলের ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এই চেক প্রদান করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস।
চেক প্রদানের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস তার বক্তব্যে বলেন, ক্ষতিগ্রস্হ কৃষকদের তালিকা অনেক আগে হলেও ইতিপূর্বেও কিছু কৃষক ক্ষতিপূরণ পেলেও পরবর্তিতে প্রায় ৪ বছর ক্ষতিপূরণ দেওয়া বন্ধ ছিল।
কৃষকরা অনেক আন্দোলন সংগ্রাম করে পরবর্তিতে মামলা হয়।
৪ বছর মামলা চলার পর হাইকোর্ট কৃষকদের পক্ষে রায় প্রদান করলে আজ ১৩ মার্চ ২৮ জন কৃষকদের মাঝে ৮৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।
ক্ষতিপূরণ পেয়ে কৃষক লাভলু মোল্লা বলেন, ‘৫-৬ বছর ঘোরাঘুরি করেছি। তারপর টাকা পেলাম। এই টাকা দিয়ে আমি আবার জমি কিনব, চাষ করব।’
ক্ষতিগ্রস্থ আরেক কৃষক আক্তারুজামান বলেন, ‘টাকা পেয়েছি, খুশি লাগছে। তবে জমি হারানোর বেদনাও আছে। যা পেলাম সেটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’
এসময় সহকারী কমিশন (ভূমি) টি এম রাহসিন কবির, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ইতিপূর্বে ৩১৪ জনকে সর্বমোট বিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।