অ্যালোপ্যাথি নয়, গোমূত্রে সারে ক্যানসার: রামদেব
.jpg)
ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব বলেছেন, অ্যালোপ্যাথিক ওষুধে ক্যানসার ডায়াবেটিসসহ কোনো রোগই আসলে সারে না। ওসব সারাতে তার ভরসা গোমূত্র ও আয়ুর্বেদই। আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ ২০২৩ এর অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
গত রোববার ছিল আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ ২০২৩ এর শেষ দিন। উত্তরাখণ্ড আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় ও দীনদয়াল গোশালা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা রামদেব, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী ও ক্যাবিনেট মন্ত্রী সতপল মহারাজ, উত্তরাখণ্ড আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুনীল যোশীসহ আরও অনেকে।
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যালোপ্যাথির চিকিৎসা নিয়ে কথা বলেন বাবা রামদেব। তার ভাষায়, অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনও রোগই ভালো হয় না। ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ, ক্যানসার কোনো রোগই সারাতে পারে না অ্যালোপ্যাথি। এসব রোগকে সমূলে বিনাশ করতে পারে আয়ুর্বেদ ওষুধ।
বক্তব্যের এক পর্যায়ে বাবা রামদেব গরুর দুধের গুরুত্বের কথা আলোচনা করেন। এর নানা ধরনের ঔষধি গুণের কথাও বলেন তিনি। বলেন, গরুর দুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নানা রোগকে প্রাকৃতিক উপায়ে সারিয়ে তোলে গরুর দুধ। তাই সারা বিশ্বের মানুষের গরুর দুধ খাওয়া উচিত।
এরপর গোমূত্রের মাহাত্ম্য বর্ণনা করেন আলোচিত এই যোগগুরু। বলেন, ক্যানসারের মতো রোগ সারাতে যেখানে অ্যালোপ্যাথি ব্যর্থ, সেখানে গরুর মূত্র আর আয়ুর্বেদিক ওষুধ একসঙ্গে খেলে এই কঠিন রোগও সেরে যায়। তিনি দাবি করেন, তার নিজের প্রতিষ্ঠানে তিনি এভাবেই রোগীকে ক্যানসারমুক্ত করেছেন।
তিনি এ-ও বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো রোগগুলোর চিকিৎসায় অ্যালোপ্যাথি বারবারই ব্যর্থ। এগুলোর সমাধান রয়েছে কেবল আয়ুর্বেদেই। সেখানেই রয়েছে সর্বরোগের সমাধান।
ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, গোমূত্র নিয়ে তার দেওয়া বক্তব্য নতুন কিছু নয়। কারণ বরাবরই তিনি অ্যালোপ্যাথির নিন্দা করেন থাকেন। সেই সঙ্গে গোমূত্রের মাধ্যমে চিকিৎসার অন্যতম প্রবর্তক এই বাবা রামদেব।