বেলাবতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারের কুরআন শরিফ বিতরণ

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৪ (মনোহরদী - বেলাব) আসনের বাংলাদেশ আওয়ামী থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী মোঃ মাজহারুল ইসলাম তাঁর নিজ নির্বাচনী এলাকা বেলাবতে বিভিন্ন মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন।
তিনি বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন গ্রামে অবস্থিত প্রায় সব গুলো মাদ্রাসায় ১ হাজার কুরআন শরীফ নিজ হাতে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিতরন করেন। পবিত্র রমজান মাসে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের পবিত্র কুরআন তেলাওয়াত, দারুল ক্বেরাত পড়ার সুবিধার্থে তিনি এসব কুরআন শরীফ বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন মাদ্রাসায় নিজে উপস্থিত হয়ে নেতা কর্মীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন। এ সময় তিনি বলেন, সময়ের চাহিদার সাথে সংগতি রেখে যখন মানুষের যা প্রয়োজন আমি তা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করছি আমার নির্বাচনী এলাকায়। শীতে শীতার্তদের পাশে, করোনায় অসহায়দের পাশে, দূর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকাটাকেই আমি আমার কর্তব্য বলে মনে করি।
পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের হাতে একটি করে পবিত্র কুরআন তুলে দেওয়ার চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা পবিত্র কুরআন পাঠে মনোযোগী হয়। আমি কখনও নিজ ভাগ্যোন্নয়নে আগ্রহী নই। কোটি টাকার স্বপ্ন আমার নেই। গরীব, অসহায় আর পথশিশুদের মুখে হাসি ফুটাতে পারলে আমি আনন্দ পাই।
প্রসঙ্গত উল্লেখ্য যে কাজী মোঃ মাজহারুল ইসলাম গত দেড় বছরে মনোহরদী - বেলাব উপজেলায় অসহায় গরীব দুস্থ মহিলাদের কে ১২০ টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের কে ১৩০ টি হুইল চেয়ার বিতরন করেছে, তিনি জানান, সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরন অব্যাহত থাকবে। মনোহরদী ও বেলাব উপজেলায় প্রায় দশ হাজারের অধিক বঙ্গবন্ধুর আত্মজীবনী বই উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সহ দলীয় নেতাকর্মীদের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরের গুরুত্ব ব্যক্তিদের মাঝে বিতরণ করেছেন।
গত ১৫ বছরে দুই উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীকে প্রায় ১৫ হাজার হাজার শীত বস্ত্র ও কম্বল বিতর।ণ করেন। করোনা কালিন সময় প্রায় ৭ হাজার অসহায় মানুষকে খাদ্য সামগ্রী, সেনিটেশন সামগ্রী ও মাক্স বিতরন করেন। বিভিন্ন মসজিদ, মাদরাসায়, মন্দিরে অনুদান দিয়ে যাচ্ছেন। অসহায় রোগিদের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন। কাজী মোঃ মাজহারুল ইসলাম জানান তাঁর এসকল মানবিক কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে।