Message: Return type of CI_Session_files_driver::open($save_path, $name) should either be compatible with SessionHandlerInterface::open(string $path, string $name): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::close() should either be compatible with SessionHandlerInterface::close(): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::read($session_id) should either be compatible with SessionHandlerInterface::read(string $id): string|false, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::write($session_id, $session_data) should either be compatible with SessionHandlerInterface::write(string $id, string $data): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::destroy($session_id) should either be compatible with SessionHandlerInterface::destroy(string $id): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::gc($maxlifetime) should either be compatible with SessionHandlerInterface::gc(int $max_lifetime): int|false, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি: গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ী ও আশ্রম প্রতিষ্ঠার শত বছর পূর্তি উপলক্ষে ষাটোর্ধ শতমাকে সংবর্ধনা ও সম্মাননা দেয়াহয়।
শনিবার শ্যামগঞ্জ কালীবাড়ী ও আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্যামগঞ্জ কালীবাড়ী ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রাজ কৃষ্ণ রায় পানুর সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পল্টু রায়ের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মায়া রানী চন্দ, গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায় তপন।
এ সময় অন্যান্যের মধ্যে মন্দির প্রতিষ্ঠার সময়কালের বিভিন্ন উপাখ্যান তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সদস্য উৎপল বনিক, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক নৃপেন্দ্র চক্রবর্তী, মন্দির কমিটির সাবেক সভাপতি শ্যামল ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সাংবাদিক তিলক রায় টুলু, সহ-সভাপতি জীতেন্দ্র ঘোষ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ কালীবাড়ী আশ্রম পরিচালনা কমিটির সাবেক সভাপতি উষা রঞ্জন রায়, প্রাণেশ রায় মিন্টু, স্বপনপাল, সাধারণ সম্পাদক গৌতম মোদক, কোষাদক্ষ হারাধন গুহ, দুলু চন্দ, উত্তম চন্দ, তপনসাহা, তাপস ঘোষ, কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
চট্টগ্রামের লোহাগাড়ায় জ্বরের সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা থাকায় গত মঙ্গলবার সাকিবুল হাসান নামের এক কিশোরকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরদিন পরীক্ষা করলে তার ডেঙ্গু ধরা পড়ে। ওই রাতে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাকিবুল হাসানের পাশাপাশি চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো সাতজন হাসপাতালে ভর্তি হয়।
এই সাতজনের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) চারজন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে একজন ভর্তি।
শুধু তাই নয়, দেড় মাস ধরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু আক্রান্তের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাস ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭। আর এ বছরের জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত চার মাস ২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬৭ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ।
গত জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজন মারা গেছে। জানতে চাইলে চট্টগ্রাম জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাউছ বলেন, ‘সাধারণত বর্ষার আগে ও বর্ষার পরে ডেঙ্গু রোগী বাড়ে। কিন্তু গত কয়েক বছরের মধ্যে এবার বছরের এই সময়ে ডেঙ্গু রোগী অনেক বেড়ে গেছে। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কয়েক দিন আগে নগরের খুলশী এলাকায় গিয়ে একটি পরিত্যক্ত ঘরে এডিসের প্রচুর লার্ভা পাওয়া গেছে। এভাবে বিভিন্ন জায়গায় লার্ভা থাকতে পারে। নগরের পাশাপাশি উপজেলাগুলোতেও আমরা লার্ভা পেয়েছি।’ তিনি বলেন, এখনই বোঝা যাচ্ছে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। গত বছর এই সময় পর্যন্ত কোনো রোগী মারা যায়নি।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর শয্যায় চিকিৎসাধীন আছে সাকিবুল হাসান (১৪)। মশারি টাঙানো আছে।
জানতে চাইলে সাকিবুলের মা রিজুআরা বেগম বলেন, ‘আমার ছেলে শহরে একটি প্রতিষ্ঠানে কয়েক দিন আগে চাকরি করতে গিয়েছিল। সেখানে হঠাৎ ১০৪ ডিগ্রি জ্বর, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ও বমি হলে সে বাড়ি চলে আসে।’
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, জেলায় গত বছর ডেঙ্গু আক্রান্ত পাঁচ হাজার ৪৪৫ জনের মধ্যে মৃত্যু হয়েছিল ৪১ জনের। ২০২১ সালে আক্রান্ত ২৭১ জনের মধ্যে মারা গিয়েছিল পাঁচজন। ২০২০ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭ জনের। ওই বছর মৃত্যুর কোনো খবর নেই।
হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৬ মে) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, নিহত তিন নারীর লাশ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শনিবার (২৭) সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ সিলেটের হযরত শাহ জালালের (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন নারী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
আখাউড়ায় পুকুরের পানি পানেই রোগমুক্তির দাবি! চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা
নিয়ত করে পুকুরের পানি পান করলেই মিলবে রোগমুক্তি। গ্যাস্ট্রিক, কিডনির পাথর থেকে শুরু করে সারবে নানা জটিল রোগ। এমনটাই দাবি, আখাউড়ার ছতুরা দরবার শরীফের ভক্তদের। সর্বরোগের ওষুধ হিসেবে এই পানি কীভাবে পরিচিতি পেলো তা জানা নেই কারও। অথচ উৎসুক মানুষের ঢল থেমে নেই এই দরবার শরীফে।
জনশ্রুতি আছে, দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা অধ্যাপক আব্দুল খালেকের মৃত্যুর পর ঘরে থাকা পানি মেশানো হয় এই পুকুরে। এরপর থেকেই বিভিন্ন রোগসহ নানা সমস্যার সমাধান মিলছে এই পানি পান করলে, এমনটাই দাবি ভক্তদের। মনের আশা পূরণে প্রতিদিনই এখানে আসেন অনেকে। তবে সবাই স্বেচ্ছায় এখানে আসেন বলে জানিয়েছে দরবার শরীফ কর্তৃপক্ষ।
ছতুরা দরবার শরিফের খতিব-হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কাওকে টাকা-পয়সা দিয়ে আনা হয় না এমনকি কাউকে খাওয়ানোও হয় না। সবাই উপকার পায়, এ জন্যই এ পুকুরের পানি সংগ্রহের জন্য আসে।
যদিও এর ভিন্ন ব্যাখা দিচ্ছেন চিকিৎসকরা। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারিহা সুলতানা বলেন, পুকুরের পানির মধ্যে এমন কোনো উপাদান নেই যাতে রোগ ভালো হতে পারে। বরং এর ফলে আরও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে রোগীরা, কারণ পুকুরের পানি নানাভাবে দূষিতও হতে পারে। তাই আমাদের পরামর্শ হলো, এই পানি না খাওয়া।
এদিকে, দরবার শরীফকে ঘিরে পানির খালি বোতল বিক্রিসহ বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে মাজার প্রাঙ্গণের বিক্রেতারা। ভক্তদের আনাগোনা বাড়ার পাশাপাশি দেদারসে চলছে ব্যবসা।
নারায়ণগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রোমান নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার ঘারমোড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
স্থানীয়রা জানায়, পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই অনিক ও রোমান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় রোমানকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।