শায়েস্তাগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শহিদদের কবর ও শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, সন্তান কমান্ড নেতা পারভেজ আলম প্রমুখ।
সভা শেষে শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।