অস্ট্রেলিয়ায় পাথরে মিলল বিশাল স্বর্ণখণ্ড

অস্ট্রেলিয়ায় একটি পাথরের মধ্যে এক বিশাল স্বর্ণখণ্ড খুঁজে পেয়েছেন এক ব্যক্তি। স্বর্ণখণ্ডটির ওজন প্রায় সাড়ে চার কেজি ও আনুমানিক মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ব্যক্তি ভিক্টোরিয়া গোল্ডফিল্ড থেকে একটি কমদামি মেটাল ডিটেক্টর ব্যবহার করে স্বর্ণখণ্ডটি খুঁজে পান। এই ভিক্টোরিয়া গোল্ডফিল্ড ছিল ১৮০০ সালে অস্ট্রেলিয়ার স্বর্ণ উত্তোলনের প্রাণকেন্দ্র।
ঐ ব্যক্তির কাছ থেকে স্বর্ণখণ্ডটি কিনে নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প। তিনি বলেন, এটি আমার ৪৩ বছরের স্বর্ণ ব্যবসার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বড় স্বর্ণখণ্ড। আমি শুধু হতবাক হয়ে গিয়েছিলাম…।
স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প বলেন, অনেক স্বর্ণ অনুসন্ধানকারী ছোট ছোট স্বর্ণখণ্ড কেউ বা স্বর্ণ ভেবে স্বর্ণের মতো দেখতে অন্যান্য পাথর নিয়ে চলে আসে। কিন্তু একটি বড় ব্যাকপ্যাক পরা একজন ব্যক্তি আমার সামনে এসে যখন তার ব্যাকপ্যাক থেকে এই শিলাটি টেনে বের করল এবং এটি আমার হাতের ওপর ফেলার সাথে সাথে বলল, ‘আপনি কি মনে করেন, এটির মূল্য ১০,০০০ ডলার হবে?’ আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, তুমি এটার দাম ১ লক্ষ ডলার হবে কিনা সেটা জিজ্ঞেস করো।
তিনি বলেন, ৪.৬ কেজি স্বর্ণখণ্ডটিতে প্রায় ২.৬ কেজি স্বর্ণ রয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার ইউরোর বেশি।
এরপর স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প এটি তার কাছ থেকে কিনে নেন। তিনি বলেন, এখন ভাগ্যবান লোকটি তার পরিবারের জন্য দুহাত খুলে ব্যয় করতে পারবে। লোকটি বলেছিল, ‘আহা! আমার স্ত্রী খুব খুশি হবে।’
সূত্র: বিবিসি