ছেলের ওপর ক্ষুব্ধ হয়ে সন্তান দত্তক নেয়ার পরিকল্পনা বাবার!

সামাজিক মাধ্যমের বদৌলতে মানুষের জীবনে ছোট কোনো ঘটনা ঘটলেও মোটামুটি সবাই তা জেনে যায়। কারণ, বেশিরভাগ মানুষই নিজের মেজাজের ওপর নির্ভর করে স্ট্যাটাস দেন। তাই তো মন ভালো থাকুক কিংবা খারাপ, স্ট্যাটাস খেয়াল রাখলেই ভার্চুয়ালি পরিচিতদের খবর রাখা হয়ে যায়।
তবে শুধু পরিচিত কেন, এমন স্ট্যাটাস আমাদের প্রিয়জনদের এমনকি সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। যেমন- সন্তানের কোনো কাজে খুশি হলে বাবা-মায়ের সুনামের স্ট্যাটাস দেখা যায়। তেমনই ছেলে-মেয়ের প্রতি ক্ষুদ্ধ হলেও কিন্তু সহজেই তা প্রকাশ পেয়ে যেতে পারে। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছেন ভারতের এক অভিভাবক।
জানা গেছে, নিজের ছেলের সঙ্গে তর্কের পর এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে স্ট্যাট্যাস দেন, যা দেখে বেশ চমকে যান তার সন্তান। কীভাবে?
রাতে ছেলের সঙ্গে তর্ক হয় বাবার। এরপর সকালে ফোন ঘাঁটতেই বাবার স্ট্যাটাস নজরে আসে ছেলের। কিন্তু কী এমন লেখা ছিল তাতে? ছেলের প্রতি বেশ অভিমানে ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেন, ‘এতদিনে বুঝতে পারলাম যে, বাগবান সিনেমায় নিজের চার ছেলে থাকা সত্ত্বেও কেন অমিতজি (অমিতাভ বচ্চন) আরেক সন্তান দত্তক নিয়েছিলেন।’
বাবার এমন স্ট্যাটাস দেখে বেশ অবাক হন উজ্জ্বল অথর্ব নামের ওই ব্যক্তি। সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের একটি স্ত্রিনশট টুইটারে শেয়ার করেন তিনি। সঙ্গে লেখেন, ‘গত রাতে বাবার সঙ্গে সামান্য তর্ক হয়েছিল। আর এই হলো বাবার সকালের হোয়াটসঅ্যাপ স্টোরি।’
পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছেলেকে নিয়ে বাবার এমন স্ট্যাটাস দেখে হাসি থামাতে পারেননি নেটিজেনরা। পোস্টটি কয়েক লাখ মানুষ দেখেছেন। এসেছে অজস্র প্রতিক্রিয়া। বাবা-ছেলের সম্পর্কের এমন রসায়ন দেখে নানা মন্তব্য করেছেন তারা। কারও মতে, ‘দুই প্রজন্মের মতের মিল না হওয়া সব বাড়িরই গল্প হয়ে দাঁড়িয়েছে।’ আবার উজ্জ্বলের বাবার ‘কৌতুকবোধ’ বেশ ভালোও লেগেছে অনেকের। সূত্র: এই সময়।