মিঠাপুকুরে শহীদ আয়নাল হকের স্ত্রীর পাশে মোখতার এন্টারপ্রাইজ

মো: শামীম আখতার, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে নিহত হন মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের আয়নাল হক। তার স্ত্রী রওশনা বেগম জানান, বাঁশের কঞ্চি দিয়ে তৈরী তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাকসেনাদের গুলিতে ঘটনাস্থলেই তিনি (আয়নাল) মারা যান। পরদিন কয়েকজন প্রতিবেশি কাঁধে করে তার লাশ বাড়িতে নিয়ে আসে। বর্তমানে শহীদ আয়নাল হকের স্ত্রী রওশনা বেগমের বয়স ৮২ বছর। স্বাধিনতার ৫২ বছর পেরিয়ে গেলেও আজও স্বীকৃতি মেলেনী তার। বার্ধ্যক্যজনিত নানা ব্যধিতে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে শহীদ আয়নাল হকের স্ত্রী রওশনা বেগমের হাতে নগদ টাকা, ওষুধ ও বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করে মোখতার এন্টারপ্রাইজ। এরআগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রওশনা বেগমের খোঁজ-খবর নেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখতারুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মোখতার এন্টারপ্রাইজের কো-অর্ডিনেটর মির্জা মো: মিজু, চিফ ম্যানেজার মজির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস, প্রজেক্ট ম্যানেজার তবারুকুজ্জামান তুহিন, সহকারি ম্যানেজার আরিফুজ্জান ফুয়াদ, একাউন্ট ম্যানেজার ফজলে রাব্বি, ফিল্ড ম্যানেজার রাঙ্গা মিয়া, রাণীপুকুর অফিস ম্যানেজার এনামুল হক, সুপারভাইজার মনোয়ার ইসলাম, অফিস সহকারী মেহেদী হাসান প্রমুখ।