The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৩ মে ২০২২

ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু
সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারীর নাম হোসনে আরা (৪৫)। তিনি ময়মনসিংহ সিটির বাসিন্দা।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে ২৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

মঙ্গলবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৬ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে রয়েছেন ছয়জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।