প্রতারণা করে গ্রাহকদের ৬০ লাখ টাকা আত্মসাৎ, ভুয়া এনজিও’র ম্যানেজারসহ গ্রেফতার ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিও ম্যানেজার, মাঠকর্মীসহ ৬ জন প্রতারককে আটক করেছে র্যাব।
আটককৃতরা হ’ল, জেলার নাচোল উপজেলার মিরকাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোঃ তৌহিদুর, মোঃ জিয়াউল, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ গোলাম আযম ও মোঃ মোশারফ হোসেন।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তোকির জানান,‘ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার সন্ধ্যা ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন খোলসী বাজারের পশ্চিম দিকে জনৈক খলিল ডিলারের বাড়ীতে কথিত আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) নামে একটি ভূয়া এনজিও’র অফিসে অভিযান চালিয়ে সাধারণ মানুষের জমাকৃত ৬০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ভুয়া এনজিও’র ম্যানেজার ও মাঠকর্মীসহ ৬ সদস্যকে আটক করা হয়।’
র্যাব জানায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে এই এনজিওতে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করতো। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে; এনজিও কর্মীরা বøাংকচেক বø্যাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ ও গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।’
এসময় ১ হাজার পাশবই, ৩টি ব্যাংকের বøাংক চেক ও ১৪টি ভূয়া সীল জব্দ করা হয়।
এ ব্যাপারে নাচোল থানায় মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়।