হঠাৎ খেরসনে জেলেনস্কি

হঠাৎ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খেরসন সফরে গেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এই সফর করেন বলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
জেলেনস্কি জানান, রুশ বাহিনীর হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পোসাদ পোকরোভস্কে গ্রাম তিনি পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কী কী সমস্যা আর প্রয়োজন সম্পর্কে জানতে চেয়েছেন। সফর শেষে তিনি সবকিছু পুনরুদ্ধারের পাশাপাশি প্রতিটি গ্রাম আগের মতোই সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেন। খবর এএফপি ও আলজাজিরার।
গত বছরের শেষদিকে আঞ্চলিক রাজধানী খেরসন পুনরুদ্ধার করতে সক্ষম হয় ইউক্রেনীয় সেনারা। তবে এখনও আংশিকভাবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অঞ্চলটি। এরই মধ্যে রুশ হামলায় অঞ্চলটির বহু বাড়িঘর আর বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি বিদুৎবিচ্ছিন্ন থাকা ঘরবাড়িতে দ্রুত বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ দেন। এ কাজে জড়িতদের ধন্যবাদও জানান তিনি।
কয়েক দিনের মধ্যে কিয়েভের বাইরে এটি জেলেনস্কির দ্বিতীয় সফর। গত বুধবার পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সে সময় তিনি যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউক্রেনীয় সেনাদের পদক তুলে দেন।
এর আগে গত রোববার দোনেৎস্কের শহর মারিউপোলে আকস্মিক সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে চীনকে নিয়ে চিন্তা বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরের পর চীন রাশিয়াকে অস্ত্র দিতে পারে বলে মনে করছে ইইউ। এ অবস্থায় চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মস্কো–বেইজিংয়ের এই সম্পর্ক সুবিধাভোগের বিয়ের মতো। দুই দিনের সফর শেষে বুধবার জিনপিংকে বিদায় জানান পুতিন।
অন্যদিকে খুব শিগগির পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে সেনারা পাল্টা আক্রমণ শুরু করবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় এক জেনারেল। টেলিগ্রামে জেনারেল আলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার ওয়াগনার ভাড়াটে সৈন্যরা উল্লেখযোগ্য পরিমাণ শক্তি হারাচ্ছেন এবং তাঁদের রসদও ফুরিয়ে যাচ্ছে। খুব শিগগির, ইউক্রেনীয় সেনারা এই সুযোগের সদ্ব্যবহার করবেন।
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারির পর পুতিনকে গ্রেপ্তার করার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে। টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, এটি করা হলে সব ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে যুদ্ধে নামবে মস্কো।
এ ছাড়া দেশে প্রবেশ করলেও পুতিনকে গ্রেপ্তার করবে না হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের চিফ অব স্টাফ সংবাদ সম্মেলনে বলেছেন, হাঙ্গেরির আইন অনুযায়ী পুতিনকে গ্রেপ্তার করা যাবে না। কারণ, হাঙ্গেরিতে আইসিসির আইন জারি করা হয়নি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে খাদ্য নিরাপত্তা ও নিষেধাজ্ঞাসহ ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আলোচনায় বসবেন। বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে গুতেরেস অতিথি হবেন। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন জেলেনস্কি। ইইউ নেতাদের কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেন, আগামী বছরের জন্য ইউক্রেনে ১০ লাখ আর্টিলারি শেল পাঠানোর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় গ্রহণযোগ্য করতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে রাষ্ট্রীয় সফর করতে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্পেন সরকার জানিয়েছে, আগামী ৩০ থেকে ৩১ মার্চ চীন সফর করবেন সানচেজ।
এদিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুকেন্দ্রের প্লান্টের পরিস্থিতি এখনও বিপজ্জনক রয়ে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এটির নিরাপত্তায় দু’পক্ষকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।