দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন পিপড়ার পাল সংগঠন

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা প্রতিনিধি: রহমত, বরকত ও নাজাতের পয়গাম নিয়ে বছর ঘুরে মুমিনের দুয়ারে হাজির পবিত্র রমজান।
মাস জুড়ে গোটা দুনিয়ায় জুড়ে বইছে এক প্রশান্তিময় বাতাস। এই স্বর্গীয় বাতাসের স্পর্শ হৃদয় শীতল করে তোলে।
এই মহিমান্বিত মাসের ওসিলায় আমলের দ্বার প্রশস্ত করে মহান আল্লাহতালা। তাই প্রতিযোগিতা হয় আমলের। এক প্রকারে বলা যায় — এটা আমল প্রতিযোগিতার মাস। নিজকে শোধরাবার মাস।
এই মাসেই মানুষে মানুষ বিলিয়ে দেওয়ার মোক্ষম সময়,এই মাসে প্রেম দেওয়া, প্রেম পাওয়ার বড় উপযুক্ত সময়। বলছি, দাউদকান্দি পৌরসভার আর্তমানবিক সংগঠন' পিঁপড়ার পাল ' সংগঠনের কথা।
প্রথম রোজার দিন এই সংগঠনের উদ্যোগে পৌরসভার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার ৩৭ জন শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ইফতার করেন সংগঠনের সদস্যরা।
ইফতার শেষে ৩৭ জন শিক্ষার্থীকে পায়জামা ও পাঞ্জাবি উপহার দেওয়া হয়। মাদ্রসার মোহতানিম হযরত মাওলানা নাজির উদ্দিন ও মাওলানা মোবারক হোসেন এর হাতে মাদ্রাসার শিক্ষার্থীর পোশাক তোলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শাহজালাল ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সরকার বাবুসহ অন্যান্য সদস্যরা।
উপহার পেয়ে এসব কোমলপ্রাণের শিশু শিক্ষার্থীরা বেজায় খুশি হয়েছেন।
ইফতার অনুষ্ঠান ও নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পিঁপড়ার পাল সংগঠনের সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহজালাল,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু সরকার, পাবেল সরকার,ইঞ্জিনিয়ার আব্দুল কাদির,রিফান খন্দকার,সজীব খন্দকার, নোমান আহমেদ, মাসুম আহম্মদে,রিপন আহমদ সিহাব আহমেদ, দেলোয়ার হোসেন ও জনি মোল্লা প্রমুখ।