The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

কপিল দেবের চরিত্রে রণবীর, প্রকাশ্যে ‘৮৩’র ট্রেলার

কপিল দেবের চরিত্রে রণবীর, প্রকাশ্যে ‘৮৩’র ট্রেলার
ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি পেল রণবীর সিং অভিনীত ছবি ‘৮৩’র ট্রেলার। ১৯৮৩-তে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ওয়ার্ল্ড কাপ জয়ের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে। ভারতের তৎকালীন ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার স্ত্রী রমি দেবের ভূমিকায় ছোট একটি চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোনকে।

অভিনেতা হিসেবে ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন রণবীর সিং। ‘৮৩’র ট্রেলারে তার অভিনয়ের ঝলক দেখে আপ্লুত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তার লুকস নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।

বাস্তবের কপিল দেবের মতোই কথা বলা, হাঁটা, বল ডেলিভারির ধরন, মুখের গড়ন এবং তাকানোর ধাঁচে কপিল দেবের যথাযথ অনুকরণ করেছেন রণবীর। নেটিজেনরা বলছেন, এক পলকে দেখলে বোঝা মুশকিল!

কেবল নেটিজেনরা নয়, ট্রেলার দেখে প্রশংসা করেছেন অভিষেক বচ্চন, রকুলপ্রীত সিং, মণীশ মালহোত্রার মতো বলিউড স্টাররাও। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘৮৩’ ছবি। করোনা আতঙ্ক কিছুটা কমে গেলে সিনেমা হলেই মুক্তি পাবে ছবিটি।

ট্রেলার দেখতে ক্লিক করুন এই লিংকে