The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বুধবার, ২০ অক্টোবর ২০২১

বিয়ের আসরে বর পিটুনি খেল তরুণীর

বিয়ের আসরে বর পিটুনি খেল তরুণীর

 কনের আসার জন্য বিয়ের আসরে বর কয়েকজন বন্ধুর সাথে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এমন সময় বিয়ের মঞ্চে উঠে কয়েকজন তরুণী । ওই তরুণীদের মধ্যে একজন বরকে মারতে থাকেন।

এমনকি বরের গলার মালা ছিঁড়ে, তার মাথার পাগড়িও খুলে ফেলেন ওই তরুণী। বরের পাশে থাকা বন্ধুরা ওই তরুণীকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে একজন বয়স্ক ব্যক্তি মঞ্চে উঠে ওই তরুণীকে থামান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটিই দেখা গেছে। তবে ওই তরুণী কনের বোন নাকি বরের সাবেক প্রেমিকা তা নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়নি এরকম পিটুনি দেওয়ার কারণ।

এদিকে, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে অল্প সময়ের মধ্যেই ৮৮ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছে। বর নিশ্চয়ই কোনো গুরতর অপরাধ করেছিলেন, তাই এরকম পিটুনি খেয়েছেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ।


আরও পড়ুন