সকাল ৭টায় ঘুম থেকে ওঠা অসম্ভব বলে টেস্টকে বিদায় বলেছেন ডু প্লেসি!

২০১৯ বিশ্বকাপের পর থেমেছে ডু প্লেসির ওয়ানডে ক্যারিয়ার। টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ২০২০ সালে। অবশিষ্ট ছিল টেস্ট। ২ মাস আগে এডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টটাই হয়ে গেছে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফেয়ারওয়েল।
৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে, ৫০ টি-২০ ম্যাচ খেলে ক্রিকেটকে গুডবাই জানিয়ে এই প্রোটিয়া এখন চষে বেড়াচ্ছেন সারা বিশ্বে, অবতীর্ন হয়েছে টি-২০ ফেরিওয়ালা হিসেবে।
ক্যাপ্টেনসির লম্বা ক্যারিয়ারে টেস্টে ৩৬টির মধ্যে দক্ষিণ আফ্রিকাকে দিয়েছেন ১৮টিতে জয় উপহার। ওয়ানডে ক্যাপ্টেনসিতে সেখানে ৩৯ ম্যাচে ২৮টিতে পেয়েছেন সাফল্য। টি-২০ ক্যাপ্টেনসি ক্যারিয়ারও তার বলার মতো-৩৭ ম্যাচে ২৩টিতে জয়।
টেস্ট ক্রিকেট ছেড়ে দিলেন কেনো ডু প্লেসি ? ৬৯ টেস্টে ৪০.০২ গড়ে ৪১৬৩ রান করে কেনো থামবেন টেস্টে-এটাই প্রশ্ন। সকাল ৭টায় ঘুম থেকে জেগে উঠে মাঠে যেতে মন চায় না বলে টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন।
অদ্ভুত এই তথ্য শুক্রবার গণমাধ্যমকে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসা ডু প্লেসি-' টেস্ট ক্রিকেট খেলতে হলে সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হবে। যেদিন খেলা থাকবে না সেদিন প্র্যাকটিসে যেতে হবে সকাল ৭টায়। তাই আমি ছেলেদের উদ্দেশ্যে বললাম আমি আর এমনটা করব না, তাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি।'
তবে সকাল ৭টায় ঘুম থেকে উঠতে মন চায় না বলে টেস্টকে গুডবাই জানিয়েও এই উৎপাত সইতে হচ্ছে এখনও-' এখন আমাকে সকাল সকাল প্র্যাকটিসে নিয়ে যাচ্ছ।'
২৬৬ টোয়েন্টি-২০ ম্যাচে ৬৮৪৫ রান নিয়ে বিপিএলে খেলতে আসা ডু প্লেসি টি-২০তে পুরোপুরি মনোনিবেশ করেছেন। তার কারনটাও জানিয়েছেন ডু প্লেসি-'টি-২০ খেলার মজাই আলাদা। টি-২০ গ্রেট। প্রচুর ম্যাচ খেলা যায়। টুর্নামেন্টও ছোট। চার সপ্তাহের মতো।'