The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

৮৫ টাকার বাজি ধরে জিতলেন ৬ কোটি!

৮৫ টাকার বাজি ধরে জিতলেন ৬ কোটি!
প্রতীকী ছবি

ক্যাসিনোতে মাত্র ১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫ টাকা) বাজি ধরেছিলেন তিনি। আর ক্যানিসোতে জিতে নিয়েছেন ৬৯৬২৩০ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি)। 

এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ফ্রেন্স লিক ক্যাসিনোতে। ওই ক্যাসিনোর ১৬ বছরের ইতিহাসে এই প্রথম কেউ এতো বড়ো অংকের অর্থ জেতার ঘটনা ঘটল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ক্যাসিনো কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাসিনোর স্লট মেশিনে মাত্র ১ ডলার দিয়ে এতো বড় অংকের অর্থ জেতার ঘটনা সরাচর ঘটে না।

ক্যাসিনোর স্লটের পরিচালক জেফ হুইরেট জানান, ইন্ডিয়ানায় এতো বিশাল অংকের অর্থ জ্যাকপটে জেতার ঘটনা বিরল। বিশেষ করে কোনো ব্যক্তি মালিকানাধীন ক্যাসিনোতে তো এতো বিশাল অংকের অর্থ জেতার ঘটনা ঘটে না বলেই চলে।


আরও পড়ুন