লড়াইয়ের মধ্যে সুদানের রাজধানীর সুউচ্চ ভবনে অগ্নিকাণ্ড
সুদানের রাজধানীতে সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে ব্যাপক লড়াইয়ে মধ্যে একটি সুউচ্চ ভবনে আগুন লেগেছে। রবিবার অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, গ্রেটার নীল পেট্রোলিয়াম অয়েল কোম্পানি টাওয়ার আগুনে পুড়ে গেছে।
ভবনটির স্থপতি তাগরিদ আবদিন এক্স- যা আগে টুইটার নামে পরিচিত ছিল পোস্ট করে লেখেন, ‘এটি সত্যিই বেদনাদায়ক।’
আরও পড়ুন:নাটোর-৪ উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী
এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খার্তুম এবং অন্যান্য শহর ও শহরে বিমান হামলা এবং স্থল যুদ্ধ অব্যাহত রয়েছে। ১০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
নীল নদের নিকটে অবস্থিত, ১৮ তলা তেল সংস্থা আকাশচুম্বী ভবনটি খার্তুমের অন্যতম স্বীকৃত ল্যান্ডমার্ক।
আবদিন বলেন, এটি শহরের আকাশরেখাকে সংজ্ঞায়িত করেছে এবং ‘এমন অর্থহীন ধ্বংসের’ তিনি দুঃখ প্রকাশ করেন। তবে ভবনে কী কারণে আগুন ধরেছে তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় হতাহত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: বিবিসি