কাল শেষ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) শেষ হচ্ছে। এদিন রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। এর আগে, গত ২২ মে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
বুধবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনে এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে। এখন পর্যন্ত এই ভর্তি আবেদনের সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮টি ও মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ আবেদন পড়েছে।