The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

আইপিএলের জন্য বাংলাদেশ সফরে আসবে না ইংল্যান্ড!

আইপিএলের জন্য বাংলাদেশ সফরে আসবে না ইংল্যান্ড!
ফাইল ছবি

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু আপাতত সেই সফরটি হচ্ছে না বলে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডকেও স্বাগত জানানোর কথা বাংলাদেশের। বাংলাদেশ সফরে ইংল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। সফরটি হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বর মাসে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।

ওই একই সময়ে আবার আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ভারত। তবে শুরুতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেটাররা বলেছিলেন তারা দেশের খেলার পক্ষেই ভোট দিবেন।

এখন অবশ্য ভোল পাল্টে ফেলল ইংলিশরা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পরেই ক্রিকেটারদের ছুটি দিবে ইসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে খেলোয়াড়দের যাদের ছুটির প্রয়োজন তারা ছুটি কাটাবেন এবং আইপিএলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্রিকেটাররা যাবেন আইপিএলে। কিন্তু আগে ইসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, আইপিএল খেলার জন্য কাউকে জাতীয় দলের সফর থেকে ছুটি দেওয়া হবে না।

আগামী সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে না আসতে পারলে সফরটি বেশ পিছিয়ে যাবে এটা অনুমিতই ছিল। ফলে এখন আগামী ১৮ মাসের ভেতর এই সফর করার জন্য সময় খুঁজবে ইসিবি।

প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হবে। ওই সিরিজ শেষ করেই বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডে, যা এখন স্থগিত। অপরদিকে, আইপিএল শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, শেষ হবে বিশ্বকাপের ঠিক আগে ১৫ সেপ্টেম্বর।


সর্বশেষ