The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২

আ. লীগের ত্রাণ নিয়ে সিলেট গেলেন নায়িকা মাহি

আ. লীগের ত্রাণ নিয়ে সিলেট গেলেন নায়িকা মাহি
সংগৃহীত

নায়িকা মাহি কয়েকদিন আগে সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। সেসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। 

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি দল। রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবি তুলেছেন। সেই ছবি ফেইসবুকে পোস্ট করে ক্যাপশনে এই নায়িকা লিখেছেন: ‘আমরা যাচ্ছি।’ 

ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি, রাকিব সরকারসহ অন্যরা। ব্যানারে লেখা: ‘সিলেটে বন্যার্তদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’ ব্যানারে নিচে লেখা রয়েছে ‘মো. রাকিব সরকার, সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।’

রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যানারের লেখা দেখে বোঝা যাচ্ছে দলের পক্ষ থেকেই এই ত্রাণ সহায়তা নিয়ে সিলেট যাচ্ছেন তারা।