The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে করোনা রোগীদের চিকিৎসা শুরু

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে করোনা রোগীদের চিকিৎসা শুরু

মো. নাসির উদ্দিন টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সাড়ে ১১টার দিকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজর অধ্যক্ষ নুরুল আমীন মিঞা, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক আতাউল গনি বলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ বিশিষ্ট ভবনটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। হাসপাতাল ভবন উদ্বোধনের আগেই দেশে করোনা দুর্যোগ শুরু হওয়ায় এই হাসপাতাল ভবনের প্রথম ও দ্বিতীয় তলা করোনা রোগীদের চিকিৎসা কাজে সাময়িকভাবে ব্যবহার করা হবে।