The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

প্রাক্তন ও বর্তমান স্ত্রী প্রসঙ্গে মুখ খুললেন অপূর্ব

প্রাক্তন ও বর্তমান স্ত্রী প্রসঙ্গে মুখ খুললেন অপূর্ব
বর্তমান ও প্রাক্তন স্ত্রীর সঙ্গে অপূর্ব। ছবি: সংগৃহীত

 

সম্প্রতি বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব। কনে বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। গত ১ সেপ্টেম্বর বিয়ে আর ২ সেপ্টেম্বর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সীমিত পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়।

এর মধ্যে নেটিজেনদের মধ্যে উঠে নানা তর্ক-বিতর্ক। যার সূত্রপাত ঘটে অপূর্বর প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতির সূত্র ধরে। কারণ অপূর্বর বিয়ের দিন অদিতি এক ফেসবুক পোস্টে জানান, অপূর্ব-শাম্মার এই বিয়ে চার বছরের পরকীয়ার ফসল!

অন্যদিকে প্রকাশ্যে আসে, অপূর্ব-অদিতির বিচ্ছেদের পরপরই অদিতি বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আর সেটি ছিল অদিতির পরকীয়ারই ফসল! এমনকি অপূর্ব-অদিতির সংসারও ভাঙে এই প্রেমের কারণেই!

এমন কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করার প্রয়াসে এবার মুখ খুললেন অপূর্ব। তিনি তার ভক্ত-দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান আমার স্ত্রী। তাকে নিয়েই আমার এই যাত্রা। আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে।’ 

প্রাক্তনের পক্ষ থেকে অপূর্ব ও শাম্মার মধ্যে চার বছরের পরকীয়ার অভিযোগ প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘আমার ও শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য নজরে এসেছে, যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন। আমার ও আয়াশের মায়ের (নাজিয়া হাসান) আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে। যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সাথে আলাপও করেছি। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবনের নতুন পথ বেছে নিয়েছি।’

এদিকে অপূর্ব-শাম্মার বিয়ের দিন নাজিয়া হাসান সেটিকে ‘পরকীয়ার ফল’ বলে সোশ্যাল হ্যান্ডেল ও গণমাধ্যমে প্রকাশ করলেও ভিন্ন নজির সৃষ্টি হলো প্রাক্তন স্বামীর পক্ষ থেকে। স্ত্রী নাজিয়াকে ঘিরে পরকীয়ার গুঞ্জন ওঠার পর দ্রুত সময়ে পাশে দাঁড়ান প্রাক্তন স্বামী অপূর্ব। কারণ, তিনি আগেও বলেছেন, ‘নাজিয়া আমার সন্তান আয়াশের মা। তাকে আমার সম্মান জানাতেই হবে।’ 

এদিকে প্রাক্তন স্ত্রী নাজিয়ার নতুন জীবন নিয়ে যখন পরকীয়ার ঢেউ উঠলো সোশ্যাল হ্যান্ডেলে, তখন তার জবাবে অপূর্ব দায়িত্ব নিয়েই বলেন, ‘আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে অপবাদ দিচ্ছেন। বলছেন, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে, এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা।’ 

২০১০ সালের ১৪ জুলাই অপূর্ব- নাজিয়া হাসান বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আয়াশ। এই সংসারের বিচ্ছেদ হয় ২০১৯ সালে। এরপর চলতি বছরের জানুয়ারিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাজিয়া। ৮ মাস পর অপূর্বও খুঁজে নেন তার নতুন জীবন।