The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

সৃজিত এখন আর খেতে আসেন না: মিথিলা

সৃজিত এখন আর খেতে আসেন না: মিথিলা

নিজের পরবর্তী সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমায় কাজ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ওদিকে মিথিলার মতো নানা কাজে ব্যস্ত রয়েছেন তার স্বামী সৃজিত মুখার্জিও। এতটাই ব্যস্ত যে মিথিলার বাসায় খেতে আসা হচ্ছে না তার!

তাই অভিমানী কণ্ঠে মিথিলা জানিয়েছেন, উনি (সৃজিত) আর আসার সময় পাচ্ছেন কই! সময় নেই, তাই এখন আর খেতে আসেন না। আমরাই উনার হোটেলে খেতে যাই!

তিনি বলেন, গত এক মাস উনার জন্যই মুম্বাইতে কাটিয়েছি। হোটেলে বসে আমি অফিস করলাম, আইরা করলো অনলাইন ক্লাস। ২৭ আগস্ট কলকাতায় ফিরছি মুম্বাই থেকে। ‘মায়া’র ডাবিং এবং ‘আ রিভার ইন হ্যাভেন’-এর শুটিংয়ের জন্য।

গত ৩০ জুন মেয়ে আইরাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় শ্বশুরবাড়ি যান মিথিলা। সেখানে গিয়েই ‘মায়া’র কাজ শেষ করেন তিনি। এরপর স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাই সফর করেছেন। এবার সিনেমার প্রচারণায় অংশ নিতে শুরু করেছেন মিথিলা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘মায়া’ সিনেমায় মিথিলার লুক। তার লুকটি বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।