The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশে আসবে ইংল্যান্ড, তবে পেছাল সিরিজের সময়

বাংলাদেশে আসবে ইংল্যান্ড, তবে পেছাল সিরিজের সময়

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কালই জানা গিয়েছিল স্থগিত হয়ে যাচ্ছে সেই সফর। তবে আজ মঙ্গলবার (৩ আগস্ট) জানা গেল বাংলাদেশে সফর করবে ইংল্যান্ড দল।

তবে সেটি পিছিয়ে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, দুই দেশের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ স্থগিত হচ্ছে।

আগামী সেপ্টেম্বরে ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল।

আইপিএলে অংশ নিতেই মূলত এই সফর স্থগিত করে ইংল্যান্ড। এর আগে অবশ্য ইসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, দ্বিপক্ষীয় সিরিজে খেলতেই হবে তাদের ক্রিকেটারদের। আইপিএলে খেলাটা তাই অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের।

তবে সম্প্রতি ইংল্যান্ডসহ বিভিন্ন বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে বিসিসিআই। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছিলেন ইসিবির এক মুখপাত্র।


সর্বশেষ