The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

যশ ও আমি দারুণ সময় কাটাচ্ছি, মাতৃত্ব ও উপভোগ করছিঃ নায়িকা নুসরাত

যশ ও আমি দারুণ সময় কাটাচ্ছি, মাতৃত্ব ও উপভোগ করছিঃ নায়িকা নুসরাত
ফাইল-ছবি

বর্তমানে টালিউডের সবচেয়ে চর্চিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। তাদের প্রেম, একসঙ্গে বসবাস, সন্তান গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা-সমালোচনা হচ্ছে। যতো সমালোচনাই হোক, ব্যক্তিগত জীবন শেয়ার করতে চান না যশ।

 গেলো ২৬ আগস্ট দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা নুসরাত জাহান । তবে সন্তানের পিতৃপরিচয় আড়াল করার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েন এই নায়িকা।

মা হওয়ার পর গেলো বুধবার (৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন নুসরাত। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন নায়িকা। কথা বলেন সন্তানের পিতা ও এবং সন্তানকে নিয়ে।

নুসরাত বলেন, 'বাবা কে? একজন নারীকে এই প্রশ্ন করা মানে তার দিকে কালি ছেটানো। সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে। আপাতত যশ ও আমি দারুণ সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে।'

ছেলে ঈশানকে কবে প্রকাশ্যে আনবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ‘ঈশানের বাবা চাইলে তবেই তাকে দেখা যাবে। এখন ছেলেকে সবচেয়ে ভালোভাবে সামলাচ্ছেন তার বাবা। পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না তিনি।'