The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর শিশুদের মধ্যে করোনা আক্রান্তের রেকর্ড

যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর শিশুদের মধ্যে করোনা আক্রান্তের রেকর্ড
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ কিছুটা কমে আসার পর যুক্তরাষ্ট্রে স্কুল খুলে দেওয়া হয়েছে। তবে স্কুল খোলার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। জানা গেছে, সে দেশের শিশুরা ব্যাপক হারে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।

গত ২ সেপ্টেম্বর আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের এক সপ্তাহে দেশটিতে প্রায় দুই লাখ ৫২ হাজার শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে।

গত বছর করোনার সংক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে এত বেশিসংখ্যক শিশু এর আগে আক্রান্ত হয়নি বলেও জানায় সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ শুরুর পর ৫০ লাখের বেশি শিশুর দেহে করোনা শনাক্ত হয়।

এদের মধ্যে কেবল গত মাসেই সংক্রমিত হয় সাড়ে সাত লাখের বেশি শিশু।

শিশুদের সংক্রমিত হওয়ার সাপ্তাহিক হিসাব চলতি বছরের জুন মাসের চেয়ে প্রায় ৩০০ গুণ বেশি।

ওই মাসে সপ্তাহে কেবল ৮ হাজার ৪০০টি শিশু করোনায় আক্রান্ত হয়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) তথ্যমতে, দেশের দক্ষিণাঞ্চলে বসবাসরত শিশুদের মধ্যে করোনা বেশি হচ্ছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গে ভোগা প্রায় আড়াই হাজার শিশু এ মুহূর্তে হাসপাতালে ভর্তি।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর স্কুলে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছিলেন টেক্সাসের গভর্নর।

সেখানেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা অন্যান্য অঙ্গরাজ্যের চেয়ে বেশি।

টেক্সাসের শিশু হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. জেমস ভেরসালভিক বলেন, ‘আমরা এটিকে করোনার চতুর্থ ঢেউ বলছি। শিশু ও কিশোরদের ওপর এ ঢেউ অন্যান্য সময়ের চেয়ে ব্যাপক।’


সর্বশেষ