The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা সাই ধরম তেজ

সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা সাই ধরম তেজ
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তেলেগু সিনেমার অভিনেতা সাই ধরম তেজ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দরাবাদের ক্যাবল ব্রিজ একালায় মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা। নিজের স্পোর্টস বাইক চালাচ্ছিলেন তিনি। গতি বেশি থাকায় তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে মাথা ও বুকে আঘাত পান। পরবর্তী সময়ে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, রাস্তায় কাদা থাকায় এই অভিনেতার বাইকের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।

তবে বর্তমানে সাই ধরম তেজের অবস্থা স্থিতিশীল। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে আছেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সড়ক দুর্ঘটনার পর জনাব সাই ধরম তেজকে জুবিলি হিলের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় এবং পার্শ্ববর্তী হাসপাতাল থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছে। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তার মস্তিষ্ক, মেরুদণ্ড এবং গুরুত্বপূর্ণ অঙ্গে কোনো গুরুতর আঘাত লাগেনি।’

যদিও পরবর্তী সময়ে অপর এক বিবৃতিতে জানানো হয়, ধরম তেজের কলার বোন ফ্যাকচার হয়েছে। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।