The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

বুড়িচংয়ে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের ছেলের হামলা-ভাংচুর আহত তিন, ৫০ লাখ টাকার ক্ষতি

বুড়িচংয়ে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের ছেলের হামলা-ভাংচুর আহত তিন, ৫০ লাখ টাকার ক্ষতি

শাহজাদা এমরান, কুমিল্লা প্রতিনিধি: চাঁদা না পেয়ে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে কুমিল্লার বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার সন্ত্রাসীদের নিয়ে হামলা ও ভাংচুর করে তিন জনকে আহত ও প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। স্থানীয় এমপি এড.আবুল হাশেম ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু বিচার করার প্রতিশ্রæতি দিয়েছেন। ।

মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার যুবলীগ নেতা মোতাব্বের আহমেদ জনি জানান, তিনি ময়নামতি ইউনিয়ন যুবলীগের সদস্য। ফারজানা ট্রান্সপোর্ট, ফারজানা টাইলস, ডেফোডিল অনলাইন (ইন্টারনেট সার্ভিস) নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী। হামলাকারী আদনান হায়দার তার আপন মামাতো ভাই। 

সম্প্রতি সময়ে সে প্রতিমাসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। না হলে মেরে ফেলার হুমকী দেয়। তার বিরুদ্ধে বুড়িচং থানায় একটি জিডি ও র‌্যাবের কাছে অভিযোগ দিয়েছি। তাই দাবিকৃত চাঁদা না পাওয়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আমার অন্তত ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়ে গেলো। 

ডেফোডিল অনলাইন সার্ভিস ইনচার্জ সাবি¦র আহমেদ জানান, মঙ্গলবার বেলা ১১ টায় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরবাইকে করে বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার একদল দূর্বৃত্ত নিয়ে ফারজানা ট্রান্সপোর্ট এর অফিসে আসেন। এসে টাইলস, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, ইন্টারনেট সার্ভার, টেবিল চেয়ারসহ সবকিছু ভাংচুর করেন। হামলাকারীরা এসময় দুটি মোটরসাইকেল নিয়ে যায়।

এ সময় দোকানের কর্মচারী সার্ভার টেকনিশিয়ান রায়হান আফ্রিদি, একটি ট্রান্সপোর্ট কোম্পানীর সেলস এক্সিকিউটিভ নাজমুল হাসান, অফিস ম্যানেজার জীবনকে মারধর করে। আহতদের মধ্যে নাজমুলের অবস্থা গুরতর। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার বলেন,  আদনান হায়দার আমার ভাতিজা। তার সন্ত্রাসী কার্যক্রমে ময়নামতি ইউনিয়নবাসী অতিষ্ঠ। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।  

মোবাইল ফোনে এ প্রতিবেদককে অভিযুক্ত আদনান হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ইউপি নির্বাচন করার ঘোষনা দেয়ার পর থেকে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কে বা কারা হামলা করেছে আমি জানি না। ঘটনার সময় আমি করোনা মারা যাওয়া এক ব্যক্তির দাফন সামগ্রী কিনতে ব্যস্ত ছিলাম।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।