The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

করোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরো ১৮ মৃত্যু

করোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরো ১৮ মৃত্যু
ফাইল ছবি

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

১৮ জনের আটজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শুক্রবার (৩০ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব  তথ্য জানিয়েছেন।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের জোবেদা (৯০), বাহার (৫০), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), ফুলপুরের দুলাল (৬৫), মোসলেম উদ্দিন (৫৭), শেরপুর সদরের রহিমা (৪০), নেত্রকোনার বারহাট্টার মালেকা (৪৫) ও জামালপুর সদরের রফিকুল (৭২)।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—টাঙ্গাইল সদরের মনি (৫৫), মধুপুরের জহর আলী (৮০), ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), তারাকান্দার আব্দুল খালেক (৬০), ফুলপুরের সোলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৮), নেত্রকোনা সদরের রবিউল (৮০), জামালপুরের ইসলামপুরের আবুল খায়ের (৬০) ও সদরের জোবেদা (৪৫)।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৭২ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৩৩ জনের। আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৬৫ জন।