The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

বানারীপাড়া সন্ধ্যা নদী গর্ভে হটাৎ দেবে গেল বসত ঘর সহ ফেরী ঘাটের গ্যাংওয়ে

বানারীপাড়া সন্ধ্যা নদী গর্ভে হটাৎ দেবে গেল বসত ঘর সহ ফেরী ঘাটের গ্যাংওয়ে

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: কোন কিছু বুঝে ওঠার আগেই হটাৎ করে সন্ধ্যা নদীতে দেবে গেল ২ টি বসত ঘর, ৫ টি দোকান  সহ ফেরী ঘাটের গ্যাংওয়ে। ঘটনাটি সোমবার ১৩ সেপ্টেম্বর  বিকেল  ৫.৩০ মিনিটে বানারীপাড়া সন্ধ্যা নদীর পশ্চিম পারের শিয়ালকাঠী ফেরী ঘাটের বিশাল  এলাকায় এ ভাঙ্গনের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান  এ সময় অন্তত ৭ জন আহত হয়েছেন।  তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।   রাতেই  ডুবে যাওয়া ফেরী ঘাটের গ্যাংওয়ের উদ্ধার কাজ শুরু হয়। এ সময় বরিশাল ফেরী বিভাগের উদ্ধারকর্মীরা অংশ নেন।  বানারীপাড়া ফেরীর মাস্টার মোঃ নান্নু জানান,  গ্যাংওয়ে উদ্ধার কাজ চলছে। ফেরী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসবেন।

এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি। বতর্মানে ফেরী চলাচল বন্ধ রয়েছে। এদিকে সোমবার  স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম এর সহযোগীতায় শিয়ালকাঠী এলাকায় ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ চলছিল। 

বানারীপাড়ায় উপজেলা  এনজিও বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বানারীপাড়া প্রতিনিধি  : বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে বানারীপাড়া উপজেলা এনজিও বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা।

উপজেলা এনজিও  বিষয়ক সমন্বয়ক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনায় অং নন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি বিডিএস ম্যানেজার এটিএম মোস্তফা সরদার, ব্রাকের লিপি ঘরামী, নাগরিক উদ্যোগের মহসীন মিয়া, উদ্দীপনের সুকন্ঠ সাধক, রহিম সিকদার, আশার কানিজ আক্তার, কোডেকের জাকির হোসেন  প্রমূখ। সভায়  কোভিড-১৯ পরিস্থিতি, ঋণ দান, সামাজিক কার্যক্রম বিষয়ে  আলোচনা করা হয়।


আরও পড়ুন