The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

ইঁদুর মারতে ফাঁদ পেতে নিজেই মরলেন কৃষক

ইঁদুর মারতে ফাঁদ পেতে নিজেই মরলেন কৃষক
ছবি: সংগৃহীত

নিজের ধানের জমিতে ইঁদুর মারতে বিদ্যুতের তার দিয়ে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সেকেন্দার আলী বাদশা (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নে ভোটারপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক ওই গ্রামের করিম উদ্দিন মন্ডলের ছেলে। বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শিক্ষক হাবিবুর রহমান জানান, আমন মৌসুমে ওই গ্রামের কৃষক করম উদ্দিন মন্ডলের ছেলে সেকেন্দার আলী বাদশা (৪৫) বাড়িসংলগ্ন ৭০ শতাংশ জমিতে রোপন করেছিল হাইব্রিড জাতের ধান। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছিল ভালো। হঠাৎ করেই জমিতে দেখা দিয়েছে ফসল ধ্বংসকারী ইঁদুরের উপদ্রোব। ফসল রক্ষায় ও ইঁদুর মারতে বাড়ি থেকে পাশের জমিতে ড্রপ তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ ইঁদুরের গর্তে নিয়ে যায়। আকষ্মিকভাবে ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষক সেকেন্দার আলী বাদশা নিজেই গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে প্রতিবেশীরা এসে বিদ্যুতের লাইন বন্ধ করে আহত বাদশাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে চিকিৎসক মো: শামীম জানান, হাসপাতালে মৃত অবস্থায় সেকেন্দার আলীকে পাওয়া গেছে। তিনি জানান, সেকেন্দার আলীর দুই হাতে জখমের চিহ্ন ছিল।

নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এটি একটি দুর্ঘটনা। তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন