The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

করোনায় আক্রান্ত ক্রিকেটার মিরাজ

করোনায় আক্রান্ত ক্রিকেটার মিরাজ
ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলতে পারছেন না মিরাজ। মিরাজের পাশাপাশি ‘এ’ দলের নেতৃত্ব দেয়ার কথা থাকলেও টেস্ট অধিনায়ক মুমিনুল হকও পারিবারিক কারণে চার দিনের এই ম্যাচে খেলবেন না। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে।

এর আগে জানা যায়, একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম। তার সঙ্গে দলে আরও কয়েকজনকে যুক্ত করা হবে।

উল্লেখ্য, ‘এ’ দল এবং এইচপি দল নিজেদের মধ্যে চার দিনের দুটি ও একদিনের তিনটি ম্যাচ খেলবে। চার দিনের দ্বিতীয়টি ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। একদিনের ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।