The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

পুতিনের অধিকাংশ কর্মচারী করোনা আক্রান্ত

পুতিনের অধিকাংশ কর্মচারী করোনা আক্রান্ত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: মস্কো টাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধিকাংশ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত এক সহায়কের সংস্পর্শে আসার কারণে সেলফ আইসোলেশনে যান পুতিন। এর দুদিন পর তিনি অন্যদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। খবর বিবিসির।

তাজিকিস্তানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার সময় পুতিন বলেন, এটি দুর্ভাগ্যজনক যে, শেষ মুর্হূতে আমি দুশানবে আমার সফর বাতিল করি।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। এ সপ্তাহের শুরুতে ৬৮ বছরের পুতিন জানান, ঘনিষ্টজনদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় তিনি নিজেকে সঙ্গহীন অবস্থায় নিয়ে গেছেন।

মস্কো নেতৃত্বাধীন নিরাপত্তা এলায়েন্সের সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে পুতিন বলেন, ‘আমার ঘনিষ্ট সার্কেলের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটা কেবল এক দু’জনের মধ্যে নয়, কয়েক ডজনের মধ্যে।’

এদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের করোনা টেস্ট নেগেটিভ এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, কাজও চালিয়ে যাচ্ছেন।

অবশ্য পুতিন করোনা টিকার দুই ডোজই গ্রহণ করেছেন। মহামারির শুরুর দিকে নিজ দেশে উৎপাদিত স্পুটনিক-ভি টিকা নিয়েছেন তিনি।


আরও পড়ুন