The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ বিতরণ

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ বিতরণ
ছবি: প্রতিনিধি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৬টি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসায় সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

কুমারভোগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদারের নিজ অর্থায়নে ১৩০ প্যাকেট মাস্ক, ১৫০ বোতল হ্যান্ড ওয়াশ ও ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কুমারভোগ ইউনিয়নের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক মো. মানিক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতি মাদবর, উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা সুলতান মোল্লা, কুমারভোগ ইউপি সদস্য আলতাফ হোসেন মোল্লা, জয়নাল মাদবর, জাকির হোসেন, মনির হোসেন, ৪নং উয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি অনিক তালুকদার, জেলা ছাত্রলীগের উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হাওলাদার, কুমারভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম খান, কুমারভোগ পুর্নবাসনের সভাপতি আলতাফ শেখ, যুবলীগ নেতা শিপন মোল্লা, ইউপি সচিব মো. জাহাঙ্গীর আলম, কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা মো. শাহীন হোসেন প্রমুখ।


আরও পড়ুন